ক) ভর্তি সংক্রান্তঃ-

প্রথমতঃ প্রতিষ্ঠানের নির্ধারিত ফর্মে আবেদন,পরবর্তীতে নির্ধারিত দিনে পরীক্ষা অনুষ্ঠিত এবং ফলাফল ঘোষনা। এরপর রসিদ বইয়ের মাধ্যমে ফিস জমা দিয়ে ভর্তি।

খ) গাইড লাইনস –

প্রতিষ্ঠানের আইন সৃঙ্খলা সম্পর্কে নির্দেশনা,নিয়মিত ইউনিফর্ম পরে প্রতিষ্ঠানে আসা,ওয়াসরুম ও বাথরুম ব্যবস্থা,শ্রেনি কক্ষ পরিস্কার পরিচ্ছন্ন রাখা, নিষ্ঠা সহকারে সততা স্টোরে কেনাকাটা করা,সর্বপরি নিয়মিতভাবে শ্রেনি কক্ষের পাঠ শিখে আসা এবং জীবনে সাংস্কৃতিক,খেলাধুলা ও নৈতিক শিক্ষার প্রয়েজনীয়তা সহ শিক্ষা প্রতিষ্ঠানের দিক নির্দেশনা অনুযায়ী শিক্ষকবৃন্দ আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের গাইড লাইন দিয়ে থাকেন।